পূর্বধলায় ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জারিয়া বাজারস্থ পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমান অবৈধ পথে আসা ভারতীয় পণ্য সামগ্রীসহ মোঃ আরিফ (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন মধ্যচরাইল খানবাড়ী গ্রামের মৃত আব্দুল রাজ্জাক’র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মে) বিকাল ১.৩০ ঘটিকায় ভারত হতে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে আসার সময় পুলিশ আরিফকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯২ হাজার ৫শ আশি টাকার শুল্ককর বিহীন ভারতীয় টকলেট, শ্যাম্পু জব্দ করে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম জানান, শুল্ককর ব্যতীত ভারতীয় পণ্য ক্রয় করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স আরিফ কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।