পূর্বধলায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বুধবার (২০ এপ্রিল) কৃষকদের মাঝে ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
এ সময় তিনি উপজেলার জন্য বরাদ্দ ১৫টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মধ্যে ৩টির চাবি তোলে দেন ৩জন কৃষকের হাতে। এছাড়া একই সময়ে তিনি ৩টি পাওয়ার ট্রেসার এবং ১টি রিপার কৃষকের মধ্যে বিতরণ করেন। পরে আউস প্রণোদনা হিসেবে ৩৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, ফেরদৌস আলমসহ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে ধানকাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের হাতে তুলে দিচ্ছে। ধান কাটার জন্য উপজেলায় প্রথম পর্যায়ে ৮টি ও ২য় পর্যায়ে আরও ৭টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করা হবে।