পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শুভ উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) খলিশাউড় ইউনিয়নের খলিশাপুর খানপাড়া সড়কের দুপাশে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক রাশেদ খান সুজন’র সভাপতিত্বে তালগাছ ও কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা পরিবেশ আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক মাজহারুল হাসান রুহুল, সদস্য সবুজ মিয়া,শেখ সেলিম, সুজন মিয়া, জামির উদ্দিন, আল আমিন, আব্দুল মজিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বজ্রপাত রোধী তালগাছ লাগাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে পূর্বধলা পরিবেশ আন্দোলন ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন কর্তৃক এ মহৎ উদ্যোগ করা হয়। রাস্তার দুপাশে শত শত তালের চারার পাশাপাশি সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়ার গাছ রোপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সুজন।
তিনি বলেন,” পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরো বলেন প্রতিবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি তারই ধারাবাহিকতায় এ বছর শত শত তালের চারা ও সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূরার গাছ রোপন করছি। আগামীতেও আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে ।“
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মাননান খান বলেন, “গাছ আমাদের পরম বন্ধু, সকলের উচিত বেশি বেশি গাছ রোপন করা। দিন দিন বনভূমির পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ পরিবেশ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কারণ আমরা পরিবেশের অংশ। পরিবেশ সুরক্ষিত থাকলে আমরাও সুরক্ষিত থাকবো। আর পরিবেশের সুরক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।