পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন’র উদ্যোগে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন’র উদ্যোগে বন্যা পরবর্তী জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া ডাকবাংলো নামক স্থানে উক্ত ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসক হিসেবে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন, ডাঃ বিএম ইয়াহহিয়া ও ডাঃ মোঃ বদরুল ইসলাম, এমবিবিএস (ডিইউ)।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাননান খান ফাউন্ডেশন ও পূর্বধলা পরিবেশ আন্দোলন’র সাধারণ সম্পাদক রাশেদ খান সুজন এর সার্বিক তত্বাবধায়নে ও পূর্বধলা হেল্প লাইনের সার্বিক সহযোগীতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়াররম্যান জাহিদুল ইসলাম সুজন ও জারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রুমেল, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, পূর্বধলা হেল্পলাইন টিম সদস্য জাকির আহমেদ খান, আব্দুল্লাহ আল মামুন, রুমেল, প্রমূখ।
এ
সময় রাশেদ খান সুজন বলেন- বন্যা পরবর্তীতে বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন পানি বাহিত রোগ বেড়ে গেছে। এসব থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকারের নানামুখি পদক্ষেপ রয়েছে। সরকারের পাশাপাশি এধরণের বেসরকারি উদ্যোগ সহজেই মানুষকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। বন্যা পরবর্তীতেও জনসাধারণের যাতে কোন সমস্যা না হয় তার চেষ্টায় এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।