পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , মে ১৮, ২০২২
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ আকন্দ’র বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট

মোঃ আল মুনসুর : নেত্রকোণার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ আকন্দ’র বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া আক্তার (৭০) কে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আল আমিন গংদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকায় উপজেলার ফাযিলপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ’র বাড়িতে এ ঘটনা ঘটে এবং আহত রাবেয়া আক্তার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন।

সরে জমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী বাচ্চু মিয়া ও নুরুল ইসলামের বরাত দিয়ে জানা গেছে, পূর্ব হতেই উভয় পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছিল। মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ এর নামে রেজিস্ট্রিকৃত স্বত্ব দখলিয় জমিতে আল আমিন গংরা জোর পূর্বক ঘর নির্মাণ করার পায়তারা করে। বাড়িতে পুরুষ না থাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মহিলারা আল আমিন গংদের উক্ত কাজ বন্ধ করতে নিষেধ করে।

উক্ত নিষেধে ক্ষুব্ধ হয়ে ওই ফাযিলপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আল আমিন, এনামুল, স্ত্রী আনোয়ারা বেগম এবং আঃ কাদিরের ছেলে আঃ হেলিম, আঃ রহিম অজ্ঞাত ১০/১২ জনকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ আকন্দ’র বাড়ি-ঘর ভাংচুর করে ৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া আক্তার (৭০) কে টানা হেচড়া করে আহত করে। পরিবারের লোকজন আহত রাবেয়া আক্তার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষযয়ে রাতেই একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com