পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , জানুয়ারি ২৬, ২০২১
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক ও উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার আকন্দ (৭০)’র জানাযা সম্পন্ন হয়।

মঙ্গলবার বেলা ২.৩০ ঘটিকায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৯টার দিকে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com