পূর্বধলায় বিসিপিআরটিএ’র সহযোগীতায় হারানো মোবাইল উদ্ধার


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সহায়তায় একটি Motorola moto Z (2) এন্ড্রোয়েড মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করে। রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় পূর্বধলা রেলগেইট সংলগ্ন ফারুক মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের বিসিপিআরটিএ’র সভাপতি মোঃ ফারুক মিয়া উক্ত মোবাইলের মালিক মো: সোহাগ খান’র মামা সাংবাদিক মোস্তাক আহমেদ খান এর হাতে হস্তান্তন করেন।
সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারী, Motorola moto Z (2) এন্ড্রোয়েড মোবাইল ফোন টি পূর্বধলা স্টেশন বাজার হতে পূর্বধলা বাজার হয়ে মেঘশিমুল নতুন বাজার যাওয়ার পথে কোথায় যেন হারিয়ে গেছে। পরে বিভিন্ন যায়গায় খোঁজ খবর ও পূর্বধলা থানায় একটি জিডি করা হয়। মোবাইলটির ডিসপ্লেটে সমস্যা সারাতে ফারুক মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তিনি মোবাইল দেখে চিনতে পারেন। আজ রবিবার সন্ধ্যায় মোবাইলটির মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি নয়াপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে রবিকুল ইসলাম জানিয়েছেন, সে মোবাইলটি বন্ধ অবস্থায় পেয়েছে। ডিসপ্লে মেরামত করতে ফারুক মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের আসে।