পূর্বধলায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জের ধরে ইঁদুর মারার বিষ পান করে তাসলিমা (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধু উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- মৃতের স্বামী আবুল হোসেন প্রবাস থেকে পাঠানো টাকা ব্যাংক একাউন্টে না থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে সোমবার দুপুরে তাসলিমা রাগের বশভূত হয়ে ইঁদুর নিধনের বিষপান করে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে পরিবারের লোকজন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পাকস্থলি ওয়াশ করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত অনুমান ১০টায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার শ্যামগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে বাইঞ্জা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।