পূর্বধলায় বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ০৩ কেজি গাঁজাসহ মোঃ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । সোমবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে দিউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমপাশে কাঁচা রাস্তা হতে গাঁজা বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের মনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জুয়েল মিয়া কালো-গোলাপী ব্যাগে গাঁজা ধারণ করে বিক্রয়ের জন্য ক্রেতার বরাবর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশক্রমে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলাল উদ্দিন, এএসআই ফারুক আহম্মেদ ও মোকাম্মেল হোসাইন সঙ্গীয় ফোর্স ০৩ কেজি গাঁজাসহ জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।