পূর্বধলায় বিনা খরচে ভাতা প্রদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ , জুলাই ৮, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সকল (১০০%) গরীব-অসহায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনা খরচে ভাতা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজন করেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, উপজেলা সমাজেসবা কর্মকর্তা মো: মহিবুল্লাহ হক। গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়োব, সহ-সভাপতি শফিকুজ্জামান শফিক, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীন, জাকির আহমেদ কামাল, সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, মোহাম্মদ গোলাম মোস্তফা, নূর উদ্দীন মন্ডল দুলাল, শহীদুল্লাহ সংগ্রাম, মোহাম্মদ আলী জুয়েল, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন, সদস্য আল মনসুর, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান, সুহাদা মেহজাবিন, অন্যদের মাঝে সাংবাদিক এমদাদুল ইসলাম, প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, পূর্বধলা উপজেলায় গরীব- অসহায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের শতভাগ ভাতা প্রদান নিশ্চিত করা হবে। তিনি তার জন্য যা যা করণীয় সবকিছু বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি তার বক্তব্যে গণমাধ্যম কর্মীদের প্রতি বলেন, কেউ ভাতার জন্য টাকা চাইলে বা টাকার বিনিময়ে ভাতা প্রদানের প্রস্তাব দিলে উপজেলা পরিষদ ও প্রশাসনকে অবহিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হবে। তাছাড়া তিনি ভাতার জন্য নির্বাচিতদের মোবাইলের সিমকার্ড প্রয়োজন হলে এর খরচ তিনি বহন করবেন বলে জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com