পূর্বধলায় বিনামুল্যে চোখের অপারেশন ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদার পাড়া গ্রামে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকনের নিজ বাড়িতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার পূর্বধলা আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালনায় ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যােগে এলাকার গরিব অসহায় মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান ও হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় তিনি প্রায় এক শত চক্ষু রোগীর মধ্যে ৪০ জনের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা ৩জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বলেন, যতদিন পর্যন্ত আমার এলাকায় অসহায় গরিব মানুষের চোখের সমস্যা থাকবে ততদিন পর্যন্ত এ অপারেশন কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। পরে তিনি এলাকার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালক মোকাররম হোসেন, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলী, মহিলা সদস্য জসদা রানী, জরিনা বেগম ও ইউপি সদস্য আব্দুল লতিফ প্রমূখ।