পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসান হাবিব নিরব (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব নিরব ওই বেড়াইল গ্রামের মো.মোজাম্মেল হক তালুকদারের ছেলে ও স্থানীয় বেড়াইল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র জানা গেছে, কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহার করার পর ঘরের বেড়ায় থাকা মুড়ানো তারের আগায় কসস্টেপ সবার অজান্তে তুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় স্কুল ছাত্র নিবর। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত পূর্বধলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলার থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।