পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মলি আক্তার (৭) নামে এক শিশু নিহত ও মিতু আক্তার (৬) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মলি ওই গ্রামের আল-আমিন’র মেয়ে ও আহত মিতু একই বাড়ির শহিদ মিয়ার মেয়ে।
জানা গেছে, আজ বিকাল আড়াইটার দিকে শিশু মলি তাদের বাড়ির আঙ্গিনায় মুরগীর খামারে মুরগীকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার চাচাত বোন মিতু তাকে খুঁজতে এসে খামার ঘরের টিনের বেড়ায় স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাদের উদ্ধার করলেও বাাঁচানো যায়নি মলিকে। এ দিকে গুরুতর আহত অবস্থায় মিতুকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, খামারের ঘর আথিং হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।