পূর্বধলায় বশির উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , মে ২১, ২০২২
ছবি: দৈনিক প্রতিবাদ ডটকম

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে বশির উদ্দিন (৪৫) নামে একজনকে হত্যা করায় লিমা আক্তার (২৫) নামে একজনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ মে) রাত ১১ টায় ঢাকা গাজীপুর গাছা থানাস্থ এলাকা হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার শিমুলকান্দি কুড়পাড় গ্রমের তরিকুল ইসলামের স্ত্রী এবং হত্যা মামলার এজহার ভূক্ত আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মে) জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় ওই কুড়পাড় গ্রামের বশির উদ্দিন নিহত হয় এবং নিহতের বৃদ্ধা মা, বোন, ছোট ভাই রব্বানী (৩২) ছালাম ওরফে টুকটুক (৩৫) ও নিহতের স্ত্রী নাছিমা (৪০)সহ ৫ জন গুরুতর আহত হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে গাজীপুর গাছা থানাধীন এলাকা হতে লিমা আক্তার (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তি অক্লান্ত পরিশ্রম করে এস.আই আবু রায়হান সঙ্গী ফোর্স আসামীকে গ্রেপ্তার করে এবং আজ নেত্রকোনা জেল হাজতে আসামীকে প্রেরণ করা হয়েছে। আরো আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com