পূর্বধলায় বলাৎকারের অ‌ভি‌যো‌গে মোয়াজ্জিন গ্রেফতার

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৩০, ২০২০

পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় শিশু শিক্ষার্থীকে (০৫) বলাৎকারের অ‌ভি‌যো‌গে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে আরিফুল ইলাম (৩২) নামের এক মোয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আরিফুল ইলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, ওই মোয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে স্থানীয় শিশু শিক্ষার্থীদেরকে আরবী পড়ানোর পাশাপাশি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

গত মঙ্গলবার দুপুরে ওই শিশুটি তার বাসায় পড়তে আসলে শিশুটিকে একা পেয়ে মোয়াজ্জিন আরিফুল ইলাম তাকে বলাৎকার করেন।

পরে ঘটনাটি শিশু তার পরিবারকে জানালে ওই দিনই শিশুর মা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সভাপতি উম্মে কুলসুম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জিনকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরিফুল ইলামকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com