পূর্বধলায় বন্যার্তদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ , জুলাই ২, ২০২২
ত্রাণ বিতরণ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মধ্যে ত্রাণ-বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। শনিবার (০২ জুলাই) সকালে ঘাগড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।

“লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল” রিলিফ ডিস্ট্রিভিউশন এর ত্রাণ সাহায্য বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ময়মনসিংহ জেলা ৩১৫এ-৩ এর লায়ন্স লিডার সিদ্দিকুর রহমান ভুইয়াঁ, লায়ন্স আব্দুল্লাহ আল মনসুর ফরুক, লায়ন্স মনিরুজ্জামান।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাউল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি সৈয়াবিন তৈল,গুড়া দুধ (৫০০গ্রাম) ১ প্যাকেট, চা পাতা, ৩ কেজি আলু , ১ কেজি লবণ, খাবার স্যালাইন ৫টি, পিয়াজ, লবন, আলু, ও খাবার স্যালাইন ৫টি ও পানির বোতল (৫লিটার) ১টি।

লায়ন্স লিডার সিদ্দিকুর রহমান ভুইয়াঁ বলেন, আমরা সকল বন্যার্তদের ত্রাণ সহযোগিতা হাতে হাতে পৌঁছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন পূর্বধলা হেল্পলাইনের ত্যাগী সদস্যবৃন্দ। তাদের সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা এই এলাকায় সকল প্রকার দুর্যোগে এগিয়ে আসবো।

ত্রাণ বিতরণকালে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি সাবেক চেয়ারম্যান রেজু মিয়া আকন্দ, ঘাগড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালিব, ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য চন্দ্র বর্মণ, সহকারি শিক্ষক আঃ হামিদ, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ চন্দ্র সরকার, কামাল আকন্দ, পূর্বধলা হেল্পলাইনের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, ধীরেন্দ্র চন্দ্র বর্মণ, মোঃ খোরশেদ আলম, মোঃ গিয়াসউদ্দিন সহ এলাকায় সম্মানিত ব্যক্তিবর্গ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com