পূর্বধলায় বজ্রপাতে নিহত আহতের পরিবারকে আর্থিক সহায়তা
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে নিহত আশা মনি (৭)র পরিবারকে ২০ হাজার ও আহত সেলিনা (৫০)’র পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করে উপজেলা প্রশাসন। সোমবার (৭ জুন) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে নিহত ও আহতের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, স্থানীয় সাংসদ প্রতিনিধি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, ইউপি সদস্য আশাদ মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আশা মনি বাড়ির পাশে পুকুর পাড় থেকে গরু আনতে যায় ও সেলিনা ওই পুকুরে গোসল করছিল। তখন বজ্রপাতে নিহত হয় এবং সেলিনা আহত হয়। নিহত আশা মনি ওই ইউনিয়নের ভবানিপুর গ্রামের আব্দুল আলীর মেয়ে ও আহত সেলিনা একই গ্রামের মোতালেব’র স্ত্রী।