পূর্বধলায় ফ্রেন্ডস ফর এভার’র উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , জুন ২৫, ২০২২
ত্রাণ বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় ফ্রেন্ডস ফরএভার এর পক্ষ থেকে বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৫ জুন শনিবার বন্যা কবলিত পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কালীপুড় ও ঘোষপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ১শত ১০টি বন্যার্ত পরিবার এর মধ্যে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয় এর এস এস সি ১৯৯৭ ব্যাচ পূর্বধলা সরকারি কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের হাতে গড়া একটি প্লাটফর্ম ফ্রেন্ডস ফরএভার। চাল, আলু,তৈল, খাবার স্যালাইন, মুড়ি, কয়েল, লবণ বিতরণ সামগ্রী হয়েছে।

এসময় ফ্রেন্ডস ফরএভারের সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ত্রাণ সামগ্রী বিতরণের তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেন এহমিনা আক্তার ববি, মাজহারুল এবং ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ফর এভারের সদস্য সাইফুর রহমান চুন্নু, শহিদুল ইসলাম আঙ্গুর, রুহুল আমিন জুয়েল, ফারুক হোসেন বাবুল, কে এম শহীদ, শাকিল হায়াত খান বাদশাহ, বিপ্লব, হেলিম মিয়া প্রমূখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com