পূর্বধলায় ফ্রি করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহনের জন্য নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলামের উদ্যোগে আজ মঙ্গলবার ফ্রি নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে। কোভিড ১৯ টিকা গ্রহনে উদ্বুদ্ধ ও নিবন্ধন সহজীকরনের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের নীচতলার সামনে এ বুথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভ্যাকসিন গ্রহণকারী ইচ্ছুক নারী পুরুষের যে কেউ বিনা খরচে ভ্যাকসিন গ্রহনের জন্য নিবন্ধনসহ নিবন্ধন কার্ড প্রিন্ট করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: আজহারুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, মো: মোস্তাক আহমেদ খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন জানান, বর্তমানে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ থেকে ৩০০জন নিবন্ধনকারীকে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com