পূর্বধলায় ফ্রি করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহনের জন্য নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলামের উদ্যোগে আজ মঙ্গলবার ফ্রি নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে। কোভিড ১৯ টিকা গ্রহনে উদ্বুদ্ধ ও নিবন্ধন সহজীকরনের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের নীচতলার সামনে এ বুথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভ্যাকসিন গ্রহণকারী ইচ্ছুক নারী পুরুষের যে কেউ বিনা খরচে ভ্যাকসিন গ্রহনের জন্য নিবন্ধনসহ নিবন্ধন কার্ড প্রিন্ট করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: আজহারুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, মো: মোস্তাক আহমেদ খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন জানান, বর্তমানে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ থেকে ৩০০জন নিবন্ধনকারীকে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে।