পূর্বধলায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সরিস্তলা বনলতা ক্লাবের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।সরিস্তলা উচ্চ বিদ্যালয় মাঠে সরিস্তলা বনলতা ক্লাব বনাম সিধলা অটোষ্ট্যান্ড স্পোটিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সিধলা অটো ষ্ট্যান্ড স্পোটিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে সরিস্তলা বনলতা ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে গোল্ড কাপ ও রানার আপ দলকে সিলভার কাপ পুরষ্কার তুলে দেওয়া হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন প্রমুখ।