পূর্বধলায় ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ ঘটিকায় ফাঁসিতে ঝুলন্ত মোঃ সাইকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া (মাঠপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। সে পূর্বধলা সদর ইউনিয়নের লাঠুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১০/১২ বছর পূর্বে ওই নয়াপাড়া সাকিস্থ তাজু মড়লের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইকুল। বেশ কয়েক দিন যাবৎ সাইকুলের স্ত্রী বাপের বাড়ি থাকায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার সকালে শ্বশুর বাড়ির পাশে মেহগনী গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাইকুলকে দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।