পূর্বধলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রহরী-কাম-দপ্তরী নিয়োগে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদন : নেত্রকোনার পূর্বধলা উপজেলার শালদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রহরী-কাম- দপ্তরী নিয়োগে অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত ০৬/০৭/২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করা ওই নিয়োগে চাকরী বঞ্চিত স্থানীয় শালদিঘা গ্রামের মোঃ মনির উদ্দিন তালুকদারের লিখিত অভিযোগে জানাযায়, গত ২০১৪ সালে নিয়োগ কমিটি সরকারী নিয়ম- নীতি উপেক্ষা করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ৫৯ বছর বয়সী মোঃ আব্দুর রশিদকে প্রহরী-কাম-দপ্তরী পদে নিয়োগ দেয়। যার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি। যেখানে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করা হয়েছে।
অভিযোগকারী মনির উদ্দিন তালুকদার তার লিখিত অভিযোগে আরও বলেন, দীর্ঘ দিন পরে তিনি জানতে পারেন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি মোঃ আব্দুর রশিদ জালিয়াতির আশ্রয় নিয়ে তার প্রকৃত তথ্যাদি গোপন রেখে শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র নকল করে নিয়োগপ্রাপ্ত হয়ে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। প্রকৃত পক্ষে মোঃ আব্দুর রশিদের জন্ম তারিখ ০১/০৫/১৯৬২ ইং, জাতীয় পরিচয়পত্র নং-২৮৩৪৮৬৫০৩৮। এই অনুযায়ী নিয়োগের তারিখে তার বয়স ছিল ৫২ বছর। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহান আরা বেগম জানান, দলীয় করণের মাধ্যমে নিয়োগটি হয়েছিল। যেখানে আমার তেমন কিছু করার ছিল না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নিয়োগ কমিটির সদ্যস্য ইকরামুল ইসলাম বলেন, যাকে চাকরী দেওয়া হয়েছে সে প্রতিবন্ধী তাছাড়া দলীয় লোক। মানবিক কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।