পূর্বধলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ
মো. আল মুনসুর : নেত্রকোণার পূর্বধলায় ৩০নং কন্দর্প বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা আক্তার এর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের গাছ বিক্রয় করার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঠের পূর্বপাশে রোপিত ১টি ৫০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ বিক্রয় করলে অজ্ঞাত ব্যক্তি তা কেটে নিয়ে যায় এবং গাছের শিকর তুলিয়া মাঠি ভরাট করে চিহ্ন বিনষ্ট করে ফেলে। ওই গাছ কাটার পর থেকে এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর (শবিবার) ওই বিদ্যালয়ের মাঠের পাশে রোপিত সরকারি ১ টি মেহগনি কাঠ গাছ অনিয়মতান্ত্রিক ভাবে অজ্ঞাত কয়েকজন কেটে নিয়ে যায় এবং গাছের শিকর তুলিয়া মাঠি ভরাট করে চিহ্ন বিনষ্ট করে ফেলে। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলে, তিনি গাছের সরকারি নির্দেশনা মানিয়া গাছ কাটা হচ্ছে বলে স্থানীয়দের জানান। গাছ কাটার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজখবর নিয়ে দেখে এধরনের কোন নির্দেশনা নেই। পরে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং উপজেলা শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম জানান, স্থানীয়দের অভিযোগের মাধ্যমে কন্দর্প বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি মেহগনি গাছ বিক্রয় ও কাটার বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।