পূর্বধলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

মো. আল মুনসুর : নেত্রকোণার পূর্বধলায় ৩০নং কন্দর্প বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা আক্তার এর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের গাছ বিক্রয় করার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঠের পূর্বপাশে রোপিত ১টি ৫০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ বিক্রয় করলে অজ্ঞাত ব্যক্তি তা কেটে নিয়ে যায় এবং গাছের শিকর তুলিয়া মাঠি ভরাট করে চিহ্ন বিনষ্ট করে ফেলে। ওই গাছ কাটার পর থেকে এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর (শবিবার) ওই বিদ্যালয়ের মাঠের পাশে রোপিত সরকারি ১ টি মেহগনি কাঠ গাছ অনিয়মতান্ত্রিক ভাবে অজ্ঞাত কয়েকজন কেটে নিয়ে যায় এবং গাছের শিকর তুলিয়া মাঠি ভরাট করে চিহ্ন বিনষ্ট করে ফেলে। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলে, তিনি গাছের সরকারি নির্দেশনা মানিয়া গাছ কাটা হচ্ছে বলে স্থানীয়দের জানান। গাছ কাটার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজখবর নিয়ে দেখে এধরনের কোন নির্দেশনা নেই। পরে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং উপজেলা শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম জানান, স্থানীয়দের অভিযোগের মাধ্যমে কন্দর্প বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি মেহগনি গাছ বিক্রয় ও কাটার বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com