পূর্বধলায় প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের নীড় পাচ্ছেন ১২ টি গৃহহীন পরিবার
পূর্বধলা সংবাদদাতা: নেত্রকোণার পূর্বধলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ-২ প্রকল্প হিসেবে ঘর পাচ্ছেন উপজেলার ১২টি গৃহহীন পরিবার। “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে ধারন করে উপজেলার পূর্বধলা ইউনিয়নের নারায়নডহর গ্রামে ১২ টি গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণের কাজ চলছে ।
গতকাল সোমবার (১৪ জুন) ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন ১২টি ঘর পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পূর্বধলা সদর ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
গত ৬ জুন (রবিবার) ধলাই নদীর পাড়ে নির্মিত ওই ১২টি গৃহ নির্মান কাজ পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে ১২ টি ঘর নির্মানের কাজ শেষ পর্যায়ে । প্রতিটি ঘরের জন্য ২ শতাংশ জমিতে বরাদ্দ, ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরে টয়লেট ও রান্না ঘরের ব্যবস্থা।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, ১২টি ঘরের নির্মাণ কাজ ৯৯ ভাগ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বাকী কাজ সম্পন্ন করা হবে। আগামী ২০ জুন তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষনা করবেন।