পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ আহত ৩
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত জের ধরে ২ নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত ও কুপ মেরে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে জজ মিয়া (৩২) ও উজ্জল মিয়া (৩০) গংদের বিরুদ্ধে। গত ২০ এপ্রিল (বুধবার) উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা, ওই মহিষবেড় গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সবুজ মিয়া (৪৫), সবুজ মিয়ার স্ত্রী মোছাঃ রীনা আক্তার (৪৫) ও সবুজ মিয়ার মেয়ে কলেজ পড়–য়া ছাত্রী মাধবী আক্তার স্বপ্না (১৮)।
সরেজমিনে গিয়ে স্থানীয় সাবেক মেম্বার লকুজ মিয়া ও স্থানীয় কালা মিয়া এবং মামলার বরাত দিয়ে জানা গেছে, মহিষবেড় গ্রামের চান মিয়ার ছেলে জজ মিয়া গং এবং জখমী সবুজ মিয়া পাশাপাশি বাড়িতে বসবাস করে। র্দীঘদিন যাবৎ তাদের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছে। জজ মিয়া গংদের অত্যাচারে সবুজ মিয়া ও স্থানীয় এলাকাবাসী অতিষ্ট এবং জর্জিত।
একই জমি বিক্রিয় করে সবুজ মিয়ার কাছ থেকে ৩ বার টাকা নেওয়ার পরও ১৬ শতক জমি রেজিস্ট্রি করে দেয়নি জজ মিয়া গং। গত ২০ এপ্রিল, সকাল সাড়ে ৮ টায় সবুজ মিয়ার জমিতে অনধিকার প্রবেশ করে ১টি বাঁশ ও ১টি ৫ ইঞ্চি বেড় রেইন ট্রি গাছ কর্তন করে জজ মিয়া গং। উক্ত গাছ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে কথার কাটাকাটি সৃষ্টি হলে এক পর্যায় চান মিয়ার ছেলে জজ মিয়া, কালা মিয়ার ছেলে উজ্জল মিয়া, গোলাপ মিয়ার ছেলে রানা মিয়া অপরপক্ষ সবুজ মিয়া ও তার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে।
উক্ত হামলায় রানা মিয়ার দা’র কুপে সবুজ মিয়া হাতের অঙ্গুলে রগ কেটে গুরুতর জখম সৃষ্টি হয় এবং সবুজ মিয়ার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে আহত করে জজ মিয়া গংরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এবিষয়ে পূর্বধলা থানা মামলা দায়ের করা হলে পুলিশ রানা মিয়াকে গ্রেপ্তার করলে রানা মিয়াসহ অন্যান্যরা জামিনে আসে।
এবিষয়ে প্রতিপক্ষ জজ মিয়া ও উজ্জল মিয়া কে জিজ্ঞাসা করলে জানান, তারা এলাকার শান্তি প্রিয় মানুষ। সবুজ মিয়া তাদের চাচাতো ভাই। জায়গা জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। বর্তমানে তারা জমির সীমানা নির্ধারণ করে আলাদা ভাবে অংশ বন্টন করে দিয়েছেন।