পূর্বধলায় পুকুরে পিতলের গটি উদ্ধার নিয়ে আলোড়ন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পিতলের ১টি গটি (৭২৫ গ্রাম) উদ্ধার করেছে পুলিশ। যা এলাকায় আলোড়ন বিরাজমান করছে। শুক্রবার (১৫ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার আগিয়া ইউনিয়নের ধোবা হোগলা গ্রামের মৃত আ: লতিফ এর ছেলে আ: সালামের পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় এ গটি’র সন্ধান মিলেছে। ড্রেজার মেশিন মালিক বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মোশারফ (২৬)।
সরেজমিনে জানা যায়, ড্রেজার মালিক মোশারফ মাটি কাটার সময় ১টি গটি’র সন্ধান মিলার পরে পুকুর মালিক আ: সালামের স্ত্রী তা (গটি) নিজ হেফাজতে নিয়ে যায়। বিষয়টি স্বর্ণ মনে করে ড্রেজার শ্রমিক মনে মনে ক্ষোভ হয়ে ৯৯৯ এ কল করে জানিয়েছে, ধোবা হোগলা মাটির নিচ থেকে গুপ্তধনের সন্ধান মিলেছে। তারপর পূর্বধলা থানা পুলিশ উক্ত গটি টি উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার পূর্বধলা বাজারে ঝন্টু বণিকের স্বর্ণের দোকানে পরিক্ষা করে দেখা যায় আলোচিত, সমালোচিত গটি টি পিতলের।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে থানার এস.আই আ: কাদের, এ.এস.আই. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয় এবং গটি টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেছে। এটি একটি পিতলের গটি।