পূর্বধলায় পল্লী সমাজের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পল্লী সমাজের উদ্যোগের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহায়তায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের লোকজন জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে প্রতিবাদী ব্যানার-পেষ্টুনে মানববন্ধনে অংশগ্রহণ করেছে।
পল্লী সমাজের সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী সমাজের সাধারণ সম্পাদক মায়া রানীর, কোষাধ্যক্ষ হাজেরা বেগম, এছাড়া সুনীল চন্দ্র সূত্রধর, অজয় চন্দ্র সূত্রধর, রিনা, শিউলী, মনোয়ারা প্রমূখ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, নারী পাচার, যৌন হয়রানি রোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কণ্যা-জায়া, জননীসহ প্রত্যেক নারীর প্রতি সদাচরণ করার শিা পরিবার থেকে শুরু করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষক অজয় কুমার সকলকে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করেন। পরিশেষে পল্লী সমাজের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।