পূর্বধলায় পরিবহনে চাঁদাবাজির অভিযাগে সংবাদ সম্মেলন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় সড়কে গণপরিবহনে চাঁদাবাজির অভিযাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় উপজেলা সদরের নেত্রকোণা জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা সড়ক পরিবহন মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম শামীম জানান, পূর্বধলায় ৩৬২১ সনদ প্রাপ্ত একটি শ্রমিক সংগঠন রয়েছে। যা টেক্সি, অটোরিক্স, অটোটেম্পু পরিচালনা করার ক্ষমতা রাখে। কিন্তু তারা অবৈধ ভাবে অবাধে নেত্রকোণা জেলা মিশুক, বেবী ট্রেক্সী, টেক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা সড়ক পরিবহণ মালিক সমিতির (ট্রেড ইউনিয়ন) আওতার গাড়ী হতে জোর জুলুম ভাবে চাঁদা আদায় করছে। যার বিবরণ- মিশুক গাড়ি ভর্তি বাবদ- ২০০০ টাকা, সিএনজি ভর্তি বাবদ -৫০০০ টাকা, প্রতি মাসে প্রশাসনের কথা বলে প্রতি গাড়ি হতে ২০০/৩০০ টাকা। প্রতিদিন স্থানীয় গাড়ি হতে ২০, বহিরাগত গাড়ি হতে ৩০ টাকা এবং রাস্তায় দাড়িয়ে অতিরিক্ত ২০ টাকা করে চাঁদা আদায় করছে। যা গরিব চালকদের জুলুম হয়ে যাচ্ছে। কিন্তু চালকদের কাছ থেকে মালিক সমিতির সমন্বয়ে কল্যাণ ফান্ড বাবদ ০৫/১০ টাকা চাঁদা আদায় করার কথা। যা ব্যাংক একান্ট এ জমা থাকবে। আমি মালিক সমিতির সভাপতি হিসেবে শ্রমিকদেরকে জুলুম হতে রক্ষা করার জন্য ৩৬২১ সনদ প্রাপ্ত শ্রমিক সংগঠন কে বার বার ডাকা সত্তে¡ও তারা আমার ডাকে সারা দেয় নি। যে সমস্ত শ্রমিক আমাদের সংগঠনের আওতায় তারা তাদেরকে চাঁদা না দেওয়ায় আজ ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে ময়মনসিংহে যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে যাত্রিদের নামিয়ে দিয়ে মাসুদ ও বিল্লাল কে মারধর করে। মাসুদের গাড়ি ও সাথে থাকা গাড়ির কিস্তির টাকা ছিনিয়ে নিয়ে নেয়। স্থানীয়রা দুজনকেই আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রশাসন যদি চাঁদাবাজি বন্ধ করতে কোন প্রকার পদক্ষেপ না নেন তাহলে এঘটনায় যেকোন সময় আইনপরিপন্থি ও প্রাণহানীর ঘটনা ঘটতে পারে।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে টেক্সি, অটোরিক্স, অটোটেম্পু শ্রমিক সংগঠনের সভাপতি হীরা মিয়া উক্ত বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করেন।