পূর্বধলায় নৌকায় ভোট দেয়ায় যুবলীগ নেতাকে বেধরক মারধরের অভিযোগ

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২১
যুবলীগ নেতাকে বেধরক মারধরের অভিযোগ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় হোগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা নৌকা মার্কায় ভোট দেয়ায় আঃ রব (৪৫) নামে যুবলীগ কে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দামপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি। গতকাল ৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চান্দের বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্র বিজয়ী চশমা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম খোকন’র সমর্থক, দামপাড়া গ্রামের কাশেম আলী ছেলে আব্দুল জলিল, মৃত আব্দুল হেকিম এর ছেলে চন্দন, মোহাম্মদ আলীর ছেলে আলমগীর, জোয়ারদারপাড়া গ্রামের ওবায়দুল’র ছেলে সিদ্দিক ও এনামুল, মঞ্জুরুল’র ছেলে শফিকুল, শহিদুল’র ছেলে তরিকুল, পূর্ব পাটরা গ্রামের আঃ করিম’র ছেলে রশিদ,আব্দুল গণি’র ছেলে তোফায়েল, চিলাইগাতি গ্রামের ছয়েদ আলীর ছেলে ফারুক, চান্দু মড়লের ছেলে কুদ্দুছ ।

আহত আঃ রব জানান, উপজেলার হোগলা ইউনিয়নে চান্দের বাজারের পাশেই আমার বাড়ি। প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় আমি চান্দের বাজারে উপস্থিত হই। বাজারে থাকা অবস্থায় আমি দেখতে পায় মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্বতন্ত্র বিজয়ী চশমা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম খোকন’র সমর্থকরা মহড়া দিচ্ছে। আমাকে সামনে পেয়েই ধর ধর বলে দাওয়া শুরু করলে চান্দের বাজারে রফিকের দোকানে আশ্রয় নেই। সেখান থেকে ধরে এনে নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে আমাকে খুন করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার ডাক চিৎকারে বাজারের লোকজন আমাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখন মনে হচ্ছে নৌকা মার্কায় ভোট দিয়ে জীবনে বড় ভূল করলাম। বর্তমানে হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়ার পায়তারা করছে চশমা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম খোকন’র লোকজন।

নৌকার প্রার্থী মোঃ সাইদুল ইসলাম জানান, কিছু সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম খোকন’র সাথে থেকে অভিযুক্ত লোকজন আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালায়। ২৮ নভেম্বর নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে নৌকা সমর্থকের দুই কাটা জমিতে চাষকৃত বেগুনসহ গাছ কেটে ফেলে, টিউবওয়েল উঠিয়ে নিয়ে যায়। সেহলা বাজারে নুর ইসলাম মেকারের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন ভাবে অসংখ্য নির্যাতনের শিকার হচ্ছে নৌকার সমর্থকরা।

স্বতন্ত্র হতে বিজয়ী চশমা প্রতীকের প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম আকন্দ খোকন জানান, হঠাৎ করে উভয় পক্ষের সমর্থকদের মাঝে কথার কাটাকাটি সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। আমি সর্বত্র আমার লোকজনদের এইসব ঝামেলাকে এড়িয়ে চলার পরামর্শ দেই। আমাকে অনেক গালমন্দ বলার পরও নিরবে সহ্য করতেছি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com