পূর্বধলায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম’র যোগদান
মো: আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা থানায় গত সোমবার (১৫ আগষ্ট) নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মোহাম্মদ নুরুল আলম যোগদান করেছেন। এর আগে তিনি মালিবাগ স্পেশাল ব্রাঞ্চে উপ পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদটি শূন্য থাকায় পদোন্নতি পেয়ে তিনি যোগদান করেন। নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল আলম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সরকারি তোলারাম কলেজ ( নারায়ণগঞ্জ ) হতে মাস্টার্স শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।
তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করনে। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যা সন্তানের জনক।
তিনি জানান, পূর্বধলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।