পূর্বধলায় নবাগত ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম’র যোগদান


মো: আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলা থানায় বুধবার (২৭ এপ্রিল) নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদান করেছেন। এর আগে তিনি নেত্রকোনার কেন্দুয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পূর্বধলা থানার ওসি’র পদটি শূন্য থাকায় পদোন্নতি পেয়ে তিনি পূর্বধলা থানায় যোগদান করেন। নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। তিনি ২০১৯ সালে সাভার থানায় থাকাকালীন অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হন। তিনি জামালপুর জেলার দেওয়ানপাড়া গ্রামে জন্মগ্রহণ করনে। পারিবারিক জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।
তিনি জানান, পূর্বধলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।