পূর্বধলায় নদী হতে অবৈধ বাঁধ অপসারণ, ৫শ মিটার মশারী জাল পুড়িয়ে ধ্বংস
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় নদী হতে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ডিমওয়ালা মাছ এবং পোনা মাছ নিধনকারী ৫শ মিটার জাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মে) উপজেলার ধলাই নদীতে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসাইন।
সূত্রে জানা গেছে, বতর্মান বর্ষা শুরুর মওসুমে উপজেলার ধলাই নদীসহ অন্যান্য নদী, খাল ও জলাশয়ে প্রতিদিন পোনা মাছ ও ডিমওয়ালা মাছ ধরে আসছিল মাছ স্থানীয় শিকারীরা। এই মশারী জালে ছোট ছোট পোনা মাছসহ ডিমওয়ালা মাছও আটকা পড়ে। এতে করে মাছের বংশ বৃদ্ধি ও মাছ বেড়ে উঠার সুযোগ ব্যহত হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার হোসাইন জানান, আজকের অভিযানে ৫০০মিটার মশারী জাল জব্দ ও ধলাই নদীতে দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে এবং এলাকাবাসীর সামনে মশারী জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।