পূর্বধলায় নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৫আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সন্ধ্যায় উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্রি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কংস নদীতে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই কংস নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সের একজন পুরুষের লাশ উদ্ধার করেন। তিনি জানান, তার পরনে কোনো কাপড় না থাকলেও গায়ে গোল গলার একটি সাদা গেঞ্জি রয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য আজ শনিবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।