পূর্বধলায় নদীতে খেলতে গিয়ে ভেলা উল্টে শিশু নিখোঁজ


মো. আল মুনসুর : নেত্রকোণার পূর্বধলায় শুক্রবার (৮ জুলাই) খেলতে গিয়ে ভেলা উল্টে নদীতে পড়ে সাকিবুল ইসলাম (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। উপজেলার খলিশাউড় ইউনিয়নের গড়াবেড় গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইছবপুর গ্রামের মোঃ বাবুল মিয়া’র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব মিয়া তার দাদীর সাথে ওই গড়াবেড় গ্রামে বেড়াতে আসে। শুক্রবার বেলা ৩.০০ ঘটিকায় সবার অজান্তে নদীতে ভেলা দিয়ে খেলা করতে শুরু করে। রাস্তা দিয়ে জনৈক ভ্যান চালক দেখতে পায় সাকিবুল ইসলাম ভেলা উল্টে নদীর পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন অনেক খুজাখুঁজি করেও সাকিবুল ইসলাম কে উদ্ধার করতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত সাকিবুলকে উদ্ধার করার জন্য ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নদীতে ভেলা উল্টে শিশু নিখোঁজ শুনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।