পূর্বধলায় নকলনবীশকে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন এলাকাবাসী


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সুজন চন্দ্র সরকার (৩৮) নামে এক নকলনবীশ কে ধারালো অস্ত্র দিয়ে কুপি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে রাস্তার উপর এ ঘটনা ঘটে। জখমী সুজন চন্দ্র সরকার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের মৃত আশুতোষ চন্দ্র সরকারের ছেলে এবং পূর্বধলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মরত নকলনবীশ। জখমীর ভাই সিপন চন্দ্র সরকার ওই দত্তকুনিয়া গ্রামের মোঃ স¤্রাটের ছেলে মোঃ নাইম (২০) ও লাক মিয়ার ছেলে মোঃ মাজহারুল (২৫) সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন এলাকাবাসী।
গুরুতর রক্তাক্ত কাটা জখম করার অভিযোগ পাওয়া গেছে। মোঃ নাইম উপজেলা ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ও মোঃ মাজহারুল একই গ্রামের লাক মিয়ার ছেলে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আহতের পরিবার ও স্থানীয়রা। মোঃ নাইম (২২) এবং মোঃ মাজহারুল (২৫) নামে দুই যুবকের বিরুদ্ধে
মামলা ও সরেজমিনে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত ১২/০৯/২২ ইং তারিখ রাত ৮টায় ওই জামুদ গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দত্তকুনিয়া যাচ্ছিলেন নকলনবীশ সুজন চন্দ্র সরকার। জামুদ গ্রামে রাস্তার উপর সুজন চন্দ্র সরকারকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ নাইম এবং মোঃ মাজহারুল ধাঁরালো অস্ত্র দা দিয়ে মাথায় কুপ দিলে মাথায় মেলমেট থাকায় উক্ত কুপ ডান হাতে লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। পরে নাইম ও মাজহারুল, সুজন চন্দ্র সরকারকে পিছন দিকে পিটে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। এ ঘটনায় জখমীর ভাই সিপন চন্দ্র সরকার পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে। স্থানীয়রা আরো জানান, অপর গ্রাম থেকে আমাদের গ্রামে এসে দুজন লোক সুজন চন্দ্র সরকারকে কুপিয়ে জখম করেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা একটি রুজু করা হয়েছে। আসামী বাড়ি না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় নি। তবে আসামী প্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কাজ শেষে আদালতে চার্জশীট প্রেরণ করা হবে।