পূর্বধলায় ধলামূলগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২২
প্রতীক বরাদ্দ

মো. আল মুনসুর : নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন ৫নং ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া, ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ৪৫ জন সাধারণ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। চেয়ারম্যান পদে যারা প্রতীক বরাদ্দ পেলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ ছাদেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজুয়ানুর রহমান (অটোরিক্স), খান মোহাম্মদ (মোটরসাইকেল), মোঃ আব্দুল হালিম খান (ঢোল), এ কে এম মাহাবুবুর রহমান (টেলিফোন), মোঃ আব্দুর রহমান (চশমা), মোঃ শেখ বিজয় (ঘোড়া), মোঃ রুবেল খান (দুটি পাতা), ইসতেয়াক আহমেদ (আনারস), মোঃ রহুল আমীন (টেবিল ফ্যান) এবং মোঃ রুবেল (রজনীগন্ধা)। নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা হয়েছে, ৩ জানুয়ারি মনোনয়ন জমাদানের শেষ দিন, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি ছিল।

আজ ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । উক্ত ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২২হাজার ৪শ ৭২জন। উল্লেখ্য, চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মাঝে এনামুল হক প্রার্থীতা প্রত্যাহার করেন । সাধারণ সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ১জন ও ৮ নং ওয়ার্ডে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেন।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহম্মেদ জানান, আগামী ২৬ ও ২৭ জানুয়ারী ইভিএম প্রশিক্ষণ শেষে ২৮ জানুয়ারী মক ভোটিংয়ের দিন সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন ও ভোট দেওয়ার নিয়ম জানানো হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com