পূর্বধলায় ধলামূলগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল
মো. আল মুনসুর : নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন ৫নং ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। সোমবার (০৩ জানুয়ারি) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া, ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ৪৯ জন সাধারণ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ ছাদেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজুয়ানুর রহমান, খান মোহাম্মদ, মোঃ আব্দুল হালিম খান, মোঃ এনামুল হক, এ কে এম মাহাবুবুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ শেখ বিজয়, মোঃ রুবেল খান, ইসতেয়াক আহমেদ।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা হয়েছে, ৩ জানুয়ারি মনোনয়ন জমাদানের শেষ দিন, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। উক্ত ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২২হাজার ৪শ ৭২জন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, মনোনয়ন পত্র যাচাই-বাচায়ের মাধ্যমে সুষ্টু নির্বাচন করে। ভোটারগণ ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন।