পূর্বধলায় ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে কর্মীসভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (১২ মার্চ) ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ নং ধলামূলগাঁও ইউনিয়নের শালথি বাজারে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল,
সাংসদ পুত্র ওয়াসেক হোসেন অয়ন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা। এছাড়া উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মীসভায় ধলামূলগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোয়াইব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম।