পূর্বধলায় দুর্নীতির মামলায় অধ্যক্ষ কারাগারে


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নানা অনিয়ম ও দুর্নীতি এবং অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা’র বরখাস্তকৃত অধ্যক্ষ হাবিবুর রহমান খান কারাগারে। আজ মঙ্গলবার (২২ মার্চ) বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ( নেত্রকোনা) অধ্যক্ষে জামিন মুঞ্জুর না করে এ নিদের্শ দিয়েছে।
সূত্রে জানা গেছে, অবৈধ ও ভুয়া নিয়োগ প্রদান, জেলা পরিষদ প্রদত্ত অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসাবে অনিয়ম, দুর্নীতি এবং হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সনে অত্র মাদরাসা অফিস সহকারী আশরাফ উজ্জামান বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নেত্রকোনাতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ এর কাছে। তদন্তভার শেষে আদালতে প্রতিবেদন প্রদান করলে।
আদালত তাকে (অধ্যক্ষ) হাজির হওয়ার জন্য সোমন জারি করলে ১ম তারিখে হাজির হতে অপারগতা স্বীকার করে। অনেক দিন পলাতক থাকার পর আজ মঙ্গলবার আদালতে হাজির হলে ওই অধ্যক্ষকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ( নেত্রকোনা)।