পূর্বধলায় দুই সহকারী উপজেলা শিক্ষা অফিসার’র বিদায় সংবর্ধনা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অফিসার্স ক্লাবের উদ্যোগে মোঃ খোরশেদ আলম ও রিমু আক্তার নামে দুই সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সংবর্ধনা দেয়া হয়। অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ হক, ইউ,আর,সি মোখশেদা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন মিয়া, বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম ও রিমু আক্তার, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ।
বিদায়ী সহকারী শিক্ষা অফিসার দুজনে স্বামী-স্ত্রী জামালপুর জেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন। এ সময় বক্তারা দু’জন সহকারি শিক্ষা অফিসাসে’র সাফল্য কামনা করেন।