পূর্বধলায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত


মো. আল মুনসুর: ”সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ জুন) বৃহস্পতিবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পভুক্ত উপজেলার ১৫০ জন পাট চাষী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের পূর্ব আলোচনা সভায় নেত্রকোনা জেলা পাট উন্নয়ন অফিসার আতাউর রহমানের উপস্থাপনায় সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিনুর রহমান,
জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড, সালমা বেগম লাইজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ব আলী, ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বুলবুল, মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম খান প্রমুখ।