পূর্বধলায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , জুন ৯, ২০২২
পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

মো. আল মুনসুর: ”সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ জুন) বৃহস্পতিবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পভুক্ত উপজেলার ১৫০ জন পাট চাষী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের পূর্ব আলোচনা সভায় নেত্রকোনা জেলা পাট উন্নয়ন অফিসার আতাউর রহমানের উপস্থাপনায় সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিনুর রহমান,

জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড, সালমা বেগম লাইজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ব আলী, ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বুলবুল, মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম খান প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com