পূর্বধলায় তীব্র তাপদাহে বেঁকে গেছে রেললাইন, ২ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ তীব্র তাপদাহে নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেল লাইনে প্রায় ৪০ মিটার বেঁকে যায়। এ সময় রেল লাইনের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। পূর্বধলা রেলওয়ে স্টেশনের উত্তর দিকে রেল সেতুর কাছে এ ঘটনা ঘটে। পি.ডাবিøউ (পথ) অফিসের লোকজন কুচুরিপানা ও পানি ঢেলে লাইনের তাপমাত্রা স্বাভাবিক এনে ২ঘন্টা পর ময়মনসিংহ যাওয়ার পথে আটকে থাকা ২৭৩ নম্বর আপ ট্রেনটি চালু হয়েছে।
রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র তাপদাহে দুপুরে ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেলপথের পূর্বধলা রেল স্টেশনের কাছে রেল পথে বাঁকলিং হলে রেল লাইন বাঁকা হয়ে যায়। এর ফলে ট্রেন চলাচল সাময়িক বিঘœ ঘটে। পরে রেলওয়ে অফিসের লোকজন রেল লাইনের ওপর পানি ঢেলে রেলপথ স্বাভাবিক করলে বেলা পৌনে ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু করে। এটি একটি স্বাভাবিক ঘটনা। তাপমাত্রা নিয়ন্ত্রণে আসলে আবার ঠিক হয়ে যায়।
ট্রেন চালক রেজাউল আলম বলেন, দূর থেকে বেঁকে যাওয় লাইন দেখে ২৭৩ নং আপ ট্রেনটি থামানো হয়েছে। রেলপথ স্বাভাবিক হলে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রেন চালু করা হয়।