পূর্বধলায় ডিবি’র অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ১ কেজি গাঁজাসহ মো: আলাল মিয়া (৩০) ও মোছা: নাজমা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ আগস্ট) ভোর রাতে উপজেলার মানিকদি গ্রামের নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মো: আলাল মিয়া (৩০) এবং মানিকদি গ্রামের মো: আ: হেলিমের স্ত্রী মোছা: নাজমা বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উপজেলার মানিকদি গ্রামের নাজমা বেগমের বাড়ীর সামনে মাদক কেনা বেচা করার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত জানান, এসআই (নিঃ) উত্তম কুমার দাস, এসআই ফরিদ, এসআই নন্দন, এএসআই মশিউল সঙ্গীয় ফোর্স তাদের গ্রেপ্তার করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ।