পূর্বধলায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১


পূর্বধলা (নেত্রকানা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গতকাল শুক্রবার (০৩ জুন) রাত্র ১০ ঘটিকায় জালশুকা বাজারস্থ পাকা রাস্তা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মো: সবুজ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দ (ডিবি) । আটক ব্যক্তি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।
সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দার এসআই তাহের উদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স সবুজ মিয়াকে গ্রেপ্তার করে।
নেত্রকোনার জেলা গোয়েন্দা’র ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ডিবি’র বিশেষ অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মো: তাহের উদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স ১৮০ পিস ইয়াবাসহ সবুজ মিয়াকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবি বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীসহ এজহার দায়ের করেন।