পূর্বধলায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১


মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলা গতকাল বুধবার (১৬ মার্চ) বিকেলে ১৪ পিস ইয়াবাসহ মোঃ দুলাল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গায়েন্দা পুলিশ(ডিবি)। আটক ব্যক্তি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামের মৃত আছর উদ্দিন’র ছেলে।
সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলাধীন জনৈক রেহান মিয়ার ফিসারীর কলা বাগান সংলগ্ন কাঁচা রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের সময় ডিবি’র এসআই মোঃ আলা উদ্দিন ও এএসআই হরিপদ পাল সঙ্গীয় ফোর্স আসামী দুলার মিয়াকে গ্রেপ্তার করে। এসময় সোহেল মিয়া (৩০) নামে এক সহযোগী ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।