পূর্বধলায় ডাক্তাররের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, জরুরী বিভাগ ভাংচুর

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , জুন ৪, ২০২১

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: চিকিৎসায় ডাক্তারের অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে হামলা ও ভাংচুর করেছে ওই রোগীর স্বজনরা। হাসপাতাল সূত্রে জানাযায়, আজ শুক্রবার ( ৪জুন) সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু সাঈদকে (৩৮) চিকিৎসার জন্য তার স্বজনরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে কর্তব্যরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মালেককে ডাক্তার ডাকার কথা বলেন। ডাক্তার আসতে কিছুটা বিলম্ব হওয়ায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে উঠেন।

ইতোমধ্যে ডাক্তার এসে প্রাথমিক পরিক্ষা-নিরিক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করলে স্বজনরা উত্তেজিত হয়ে জরুরী বিভাগের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শুকলা মৌমিতা বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শাহীন বলেন, কর্তব্যরত ডাক্তার ওয়াশরুমে থাকায় আসতে কিছুটা দেরী হওয়ায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর করেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। নিহত ব্যাক্তির ভাই সুমন মিয়া বলেন, হাসপাতালে ডাক্তারের অবহেলার কারণে তার ভাই মারা গেছে। যথা সময়ে রোগীকে তারা হাসপাতালে নিয়ে আসলেও ডাক্তার আসতে দেরি হওয়ায় স্বজনরা ক্ষুব্ধ হয়ে এ ভাংচুর করেছে ।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। >নিউজ উৎস<

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com