পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নিহত ১


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় সোহরাব আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা বাজারের পাশে রেলগেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব আলী উপজেলা সদর ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ময়মনসিংহ থেকে জারিয়া গামী ২৭৬ নং লোকাল ডাউন ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসিম দর্জি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় সোহরাব আলী রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।