পূর্বধলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় মফিজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা বাজার রেলগেইট সংলগ্ন নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনে ছেলে।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি তার বাড়ির পাশেই রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৬ নং লোকাল ডাউন ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ মামুন রহমান জানান, নিহতের স্বজনরা ইতোমধ্যেই মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তবে পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার আমাদের অবহিত করে মেমো প্রেরণের পর আমরা আইনী প্রক্রিয়ায় অগ্রসর হব।