পূর্বধলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় মফিজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা বাজার রেলগেইট সংলগ্ন নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনে ছেলে।

পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি তার বাড়ির পাশেই রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৬ নং লোকাল ডাউন ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ মামুন রহমান জানান, নিহতের স্বজনরা ইতোমধ্যেই মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তবে পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার আমাদের অবহিত করে মেমো প্রেরণের পর আমরা আইনী প্রক্রিয়ায় অগ্রসর হব।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com