পূর্বধলায় ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২১

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জারিয়া-ঝাঞ্জাইল লোকাল ট্রেনের ইঞ্জিন জারিয়া রেলওয়ে স্টেশনে বিকল হয়েছে। ফলে যাত্রীদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবারশুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ২৭২ নং আপ ট্রেনের ইঞ্জিন জারিয়া স্টেশনে সকাল সাড়ে ৮টার সময় হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা স্টেশনে আটকা পড়ে থাকে। ফলে ওই স্টেশনের ময়মনসিংহগামী যাত্রীসহ ট্রেনের জন্য অপেক্ষমান এ লাইনের অন্যান্য স্টেশনে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে যায়। এ দিকে ইঞ্জিন বিকলের কারণে এ পথে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে আটকে থাকায় ওই ট্রেনের যাত্রীরাদেরও পোহাতে হয়েছে দুর্ভোগ।

পূর্বধলা রেল স্টেশনের বুকিংবুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, ময়মনসিংহ থেকে সকাল ১১টায় লাইট ইঞ্জিন ( উদ্ধারকারী) এসে পৌঁনে ১২টায় ট্রেনটি নিয়ে গেলে যাত্রীদের দুর্ভোগ লাঘবসহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com