পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রনেতা সাব্বিরের মর্মান্তিক মৃত্যু


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে খলিশাউড় রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের মৃত আবু রায়হান এর ছেলে।
জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে শ্যামগঞ্জ ফেরার পথে জারিয়া-শ্যামগঞ্জ রোডে খলিশাউড় রেলক্রসিং নামক এলাকায় ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাথায় গুরুতর জখম সৃষ্টি হয় সাব্বিরের। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই নিবির রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভি রায়হান সাব্বির বাইক একজন জয়প্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে৷ তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সাব্বির স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে শ্যামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।