পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রনেতা সাব্বিরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২০, ২০২১
ছাত্রনেতা সাব্বিরের মর্মান্তিক মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে খলিশাউড় রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের মৃত আবু রায়হান এর ছেলে।

জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে শ্যামগঞ্জ ফেরার পথে জারিয়া-শ্যামগঞ্জ রোডে খলিশাউড় রেলক্রসিং নামক এলাকায় ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাথায় গুরুতর জখম সৃষ্টি হয় সাব্বিরের। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নিবির রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভি রায়হান সাব্বির বাইক একজন জয়প্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে৷ তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সাব্বির স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে শ্যামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com